প্রয়াত বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার বসন্ত রায়জি, শোকবার্তা সচিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2020 06:15 PM (IST)
চলতি বছর ইংল্যান্ডের ক্রিকেটার জন মেনর্স মারা যান। তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ছিলেন বিশ্বের সব থেকে বয়স্ক প্রথম শ্রেণির ক্রিকেটার। তিনি মারা যাওয়ার পর বসন্ত রায়জি বিশ্বের সব থেকে বয়স্ক প্রথম শ্রেণির ক্রিকেটার হিসাবে স্বীকৃতি পান।
মুম্বই: প্রয়াত বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার বসন্ত রায়জি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। চলতি বছর ৭ মার্চ ইংল্যান্ডের জন মেনর্স মারা যাওয়ার পর বসন্ত রায়জি ছিলেন বিশ্বের সব থেকে বয়স্ক প্রথম শ্রেণির ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বসন্ত রায়জির মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছে। বসন্ত রায়জির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর। জানুয়ারি মাসে তাঁর শততম জন্মদিন পালন করতে ওঁর বাড়িতে হাজির হয়েছিলেন সচিন। মাস্টার ব্লাস্টার ট্যুইটারে লিখেছেন, ‘এই বছরই আমি বসন্ত রায়জির বাড়ি গিয়েছিলাম ওঁর জন্মদিন পালন করতে। ক্রিকেটের প্রতি ওঁর ভালবাসা, তাগিদ দেখার মতো ছিল। ওঁর মৃত্যুর খবর আমাকে কষ্ট দিয়েছে। বসন্ত রায়জির পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা রইল।‘ চলতি বছর ইংল্যান্ডের ক্রিকেটার জন মেনর্স মারা যান। তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ছিলেন বিশ্বের সব থেকে বয়স্ক প্রথম শ্রেণির ক্রিকেটার। তিনি মারা যাওয়ার পর বসন্ত রায়জি বিশ্বের সব থেকে বয়স্ক প্রথম শ্রেণির ক্রিকেটার হিসাবে স্বীকৃতি পান। ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন বসন্ত। ২৭৭ রান করেছিলেন। সর্বোচ্চ স্কোর ছিল ৬৮। ১৯৩৯ সালে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার হয়ে অভিষেক হয়েছিল তাঁর। দুবছর পর তিনি মুম্বইয়ের হয়ে ওয়েস্টার্ন ইন্ডিয়ার বিরুদ্ধে খেলেছিলেন।