অ্যাডিলেড: পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজের দ্বিতীয় টেস্টও জিতে নিয়েছে টিম পেইনের অস্ট্রেলিয়া। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছেন অজিরা। পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও জিতেছিল অস্ট্রেলিয়া।

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার দাপট দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মাইকেল ভন। পাশাপাশি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়া-বধ করে আসার ক্ষমতা রয়েছে একমাত্র বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের।

ভন টুইট করেছেন, ‘এই অস্ট্রেলিয়াকে ওদের ঘরের মাটিতে হারানোটা ভীষণ কঠিন। এই মুহূর্তে একমাত্র ভারত পারে ওদের দেশে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে আসতে।’



সোমবার অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ৪৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অফস্পিনার নাথান লায়ন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ম্যাচের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন বলেছেন, ‘খুব খুশি। ফিল্ডিংয়ে কয়েকটা গলদ ছাড়া আমরা দুই টেস্টে দারুণ ক্রিকেট খেলেছি।’