মুম্বই: ২০০৮ সালে কলকাতা বনাম আরসিবি (KKR vs RCB) ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম (Brendon Macculum)। কেকেআরের জার্সিতে দীর্ঘদিন খেলার পর যিনি নাইটদের কোচের দায়িত্বও সামলেছেন পরবর্তীতে। কিন্তু এর পরবর্তী ১৫ বছরে আর কোনও কেকেআর ব্যাটার আইপিএলে সেঞ্চুরি করতে পারেননি। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। মুম্বই ইন্ডিয়ান্সের (KKR vs MI) বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠ ওয়াংখেড়েতে সেঞ্চুরি হাঁকালেন বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ম্যাকালাম ৫৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সেদিন। এদিন আইয়ার ৪৯ বলে শতরান করলেন।
ঝোড়ো সেঞ্চুরি বেঙ্কটেশের
মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামলেই যেন জ্বলে ওঠেন মধ্যপ্রদেশের এই ব্যাটার। কেকেআরের জার্সিতে আইপিএলে রোহিতের দলের বিরুদ্ধে শেষ ৫৩, অপরাজিত ৫০, ৪৩ ও আজকের ম্য়াচে ১০৪। সেঞ্চুরির পরই মেরিডিথের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন বেঙ্কি। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকান কেকেআরের বাঁহাতি ওপেনার। চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন বেঙ্কটেশ। ৮৩ রানের ইনিংস খেলেছিলেন একটি ম্যাচে। মুম্বইয়ের বিরুদ্ধে বেঙ্কটেশের গড় ৮৩.৩৩। এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বেঙ্কটেশ। ইনিংসের ১৮ তম ওভারে রিভার্স স্যুইপ মেরে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি। এর আগে অবশ্য এদিন ব্যক্তিগত ১৯ রানের মাথায় স্কুপ মারতে গিয়ে চোট পান। তবে টিমের ফিজিওর তত্ত্বাবধানে দ্রুত সুস্থ হয়ে ফের খেলা চালু করেন তিনি।
২০২১ সালে আইপিএলে অভিষেকের পর ১০ ইনিংসে ৩৭০ রান করেছিলেন বেঙ্কটেশ। স্ট্রাইক রেট ১২৮.৪৭। গড় ছিল ৪১.১১। বল হাতেও কামাল দেখাতে পারেন। সেই বছরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই দীর্ঘকায় অলরাউন্ডারের। দেশের জার্সিতে এখনও পর্যন্ত যদিও ধারাবাহিক হতে পারেননি। তবে বেঙ্কটেশ এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি খেলে ১৩৩ রান করেছেন। ঝুলিতে পুরেছেন ৫ উইকেট।
তবে বেঙ্কটেশ বাদে মুম্বই ইন্ডিয়ান্সরে বিরুদ্ধে এদিন আর কোনও নাইট তারকাই তেমন বড় রান করতে পারেনি. নির্ধারিত ২০ ওভারের কেকেআর ছয় উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলল। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ঋত্বিক শোকিন সর্বাধিক দুই উইকেট নেন।