ফিল হিউজ স্মৃতি উস্কে বিদর্ভ ব্যাটসম্যানের হেলমেটে আছড়ে পড়ল বাংলার পেসারের বল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Nov 2017 06:48 PM (IST)
কল্যাণী: ফিল হিউজের স্মৃতি উস্কে কল্যাণীতে বাংলা বনাম বিদর্ভ রঞ্জি ম্যাচেও ব্যাটসম্যনের মাথায় আছড়ে পড়ল বল। অল্পের জন্য রক্ষা পেলেন বিদর্ভের অলরাউন্ডার আদিত্য সারওয়াতে। বাংলার অভিষেককারী পেসার ইশান পোরেলের একটি লাফিয়ে ওঠা বল সারওয়াতের হেলমেটের ডানদিকে লাগে। পরে ব্যাটিং শুরু করলেও তিনটি বল খেলেই মাথা ঘুরতে থাকায় বাইরে চলে যেতে হয় সারওয়াতকে। তবে তাঁর অবস্থা গুরুতর কিছু নয় বলেই বিদর্ভ দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটি ঘটে বিদর্ভের ইনিংসের ১২২ তম ওভারে। সারওয়াত তখন ৬০ রানে ব্যাটিং করছিলেন। ১৯ বছরের বাংলার পেসারের ওভারের দ্বিতীয় বলটি পুল করতে যান সারওয়াত। কিন্তু ব্যাটে বল লাগেনি। বল আঘাত করে হেলমেটের ডানদিকে।এরপর ক্রিজেই পড়ে যান বিদর্ভের ব্যাটসম্যান। ছুটে আসেন বাংলার খেলোয়াড়রা। সঙ্গে সঙ্গে চলে আসেন সাপোর্ট স্টাফরাও। ফের ব্যাটিং করতে শুরু করলেও তিনটি বল খেলে প্যাভিলিয়নে চলে যান সারওয়াত। ইশানের ওভারের শেষ বলটি খেলতে আসেন রজণীশ গুরবানী। দুটি উইকেট পড়ার পর ফের ব্যাটিং করতে নামেন সারওয়াত। ৮৯ রানে পোরেল বলেই আউট হন তিনি।