মুম্বই:  সম্প্রতিই মুক্তি পেয়েছে সলমন খান-ক্যাটরিনা কাইফ অভিনীত 'টাইগার জিন্দা হ্যায় ছবির ট্রেলর। মুক্তির সঙ্গে সঙ্গে গোটা নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে ২০১২ সালের 'এক থা টাগারে'র সিকুয়েল। নভেম্বরের সাত তারিখে মুক্তি পাওয়া ক্যাট-সলমনের এই ছবির ট্রেলর দেখে মুগ্ধ দর্শকরা। সূত্রের খবর, ট্রেলরের জনপ্রিয়তা এতটাই বেশি যে 'বাহুবলী ২'-র ট্রেলরের জনপ্রিয়তাকেও পিছনে ফেলে দিয়েছে 'টাইগার জিন্দা হ্যায়'।  মুক্তির পর থেকে এখনও পর্যন্ত ৬, ৪৮, ০০০ লাইক পেয়েছে আলি আব্বাস জাফরের এই ছবি। 'বাহুবলী-২'র এই সময় লাইক ছিল ৫,৪১,০০০ লাইক।

সামনেই ২২ ডিসেম্বর পর্দায় মুক্তি পাবে এই ছবি। চবিতে সলমন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-এর এজেন্টের চরিত্রে রয়েছেন, ক্যাট অর্থাত জোয়া আইএসআই-এর এজেন্টের ভূমিকায়।