রস টেলরকে রান আউট করে ফের চমক ধোনির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2016 06:48 PM (IST)
রাঁচি: বয়স ৩৫ ছাড়িয়েছে। কিন্তু তাতে যে কিপিং দক্ষতা এতটুকু কমেনি, সেটা ফের প্রমাণ করলেন ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বুধবার ঘরের মাঠ রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে যেভাবে রস টেলরকে রান আউট করলেন ধোনি, তাতে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। ভালই এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু টেলর রান আউট হওয়ার পরেই কিউয়ি মিডল অর্ডারে ধস নামে। ২৬০ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। দেখুন ধোনির অসাধারণ কিপিংয়ের সেই ভিডিও