ভিডিওতে দেখুন: পাঁচ বছরের শিশুর দিল্লির অনূর্ধ্ব -১৪ দলের হয়ে ব্যাটিং
ABP Ananda, web desk | 24 Nov 2016 02:49 PM (IST)
নয়াদিল্লি: একটা বাচ্চা ছেলে হাতে ব্যাট দোলাতে দোলাতে ক্রিজে আসছে। থাই গার্ডটা পেট আর বুক জুড়ে। মাথায় টুপির ওপর হেলমেট। কারণ, ক্রিকেটে ব্যাটসম্যানদের রক্ষাকবচগুলি ওর মাপে পাওয়া যায়নি। তারপর উইকেটের সামনে স্ট্যান্স নিচ্ছে সে। উইকেটগুলো ওর থেকে উঁচু দেখাচ্ছে। প্রথমটা দেখলে একটু হাসি পেতে পারে। কিন্তু ছেলেটির ব্যাটিং টেকনিক দেখলে নড়েচড়ে বসতে হয়। মাত্র পাঁচ বছরের শিশু। নাম রুদ্র প্রতাপ। সে খেলছে দিল্লির অনূর্ধ্ব -১৪ দলের হয়ে। প্রায় তিনগুণ বয়সের বোলারদের যেভাবে সে মোকাবিলা করছে তা এক কথায় অসাধারণ। একেবারে পরিণত ব্যাটসম্যানের মতো ক্রিজে তার আচরণ। রুদ্র প্রতাপের দুই বছর আগে অভিষেক ম্যাচের এই ভিডিওটি ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন ভিডিওটি-