‘ধক্কড়’-এর অর্থ শক্তিশালী। নারীশক্তির ওপর এই গানটি কুস্তিগীর গীতা ও ববিতা ফোগাটের ব্যতিক্রমী জীবনযাত্রা তুলে ধরেছে।
দেশের অল্পবয়সি মেয়েদের উৎসর্গ করা গানটিতে দেখানো হচ্ছে, শক্তিশালী পুরুষ কুস্তিগীরদের সঙ্গে লড়াই করে কীভাবে জয় ছিনিয়ে আনছে মহাবীর সিংহ ফোগাটের দুই মেয়ে।
‘দঙ্গল’-এর প্রথম মুক্তি পাওয়া গান ‘হানিকারক বাপু’ শিশুদিবসে মুক্তি পায়। ছেয়েমেয়ের পিছনে সারাক্ষণ টিক টিক করে চলা বাবাদের উদ্দেশে এই গান ইউটিউবে রেকর্ড ভেঙে ফেলেছে।