এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৩২৪ রান করে অস্ট্রেলিয়া। সিডনিতে একদিনের ম্যাচে এটাই সর্বোচ্চ স্কোর। স্মিথ ১৬৪ রান করেন। একদিনের ম্যাচে এটাই তাঁর সর্বোচ্চ স্কোর। ব্যাটিংয়ের পর ফিল্ডিং করতে নেমেও বিপক্ষকে স্তম্ভিত করে দিলেন স্মিথ। মিচেল মার্শের বলে নিউজিল্যান্ডের সহ-অধিনায়ক বিজে ওয়াটলিং স্কোয়ার কাট করেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা স্মিথের বাঁদিকে বলটি যায়। ০.৬৮৬ সেকেন্ডে বলটি বাঁ হাতে ধরে নেন স্মিথ। এই ক্যাচের পর আর নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতে পারেনি। ৬৮ রানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
দেখুন, সেই অবিশ্বাস্য ক্যাচ