ভিডিও ভাইরাল, অস্ট্রেলিয়ায় ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠেই খেলোয়াড়দের মারপিঠ
ABP Ananda, web desk | 15 Mar 2017 02:00 PM (IST)
সিডনি: ক্রিকেট ম্যাচ চলাকালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, বচসা দেখা যায়। কিন্তু তা বলে মারপিট! হ্যাঁ, এমন ঘটনাই ঘটল অস্ট্রেলিয়ায়। একটি ম্যাচ চলাকালে ব্যাটসম্যানকে আউট করে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন বোলার। প্যাভিলিয়নে ফেরত যাওয়ার পথে কাঁধের ধাক্কায় বোলারকে মাটিতে ফেলে দিলেন আউট হয়ে খাপ্পা মেজাজে থাকা ব্যাটসম্যান। কাউন্টি অস্ট্রেলিয়ার ওই ম্যাচে মাঠে এই মারপিঠের ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে। ক্রিকেটের আইন প্রণেতা মেরিলবোন ক্রিকেট ক্লাব মাঠে অভব্য আচরণের জন্য শাস্তির নয়া বিধি ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটল। গত রবিবারের এই ম্যাচে ভিক্টোরিয়ার ইয়াকান্দাদার পেসারকে এসকডালের ব্যাটসম্যানের দিকে ছুটে যেতে দেখা যাচ্ছে। কিন্তু বোলারের ওই উচ্ছ্বাসে একেবারেই খুশি হননি ব্যাটসম্যান। তিনি ধাক্কা মারেন বোলারকে। এরপর একজন ফিল্ডার ছুটে এসে ব্যাটসম্যানকে ধাক্কা মারেন। এরইমধ্যে ছুটে আসেন অন্যান্য ফিল্ডাররাও। ঘটনায় ব্যাটসম্যান সহ সংশ্লিষ্ট সব খেলোয়াড়েরই শাস্তি হয়েছে। দেখুন ভিডিও-