কলকাতা: টি২০ বিশ্বকাপের ফাইনালে টানটান ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফের দ্বিতীয়বারের জন্য ট্রফি জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। রাত গড়িয়ে মধ্যরাত পর্যন্ত ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল অকাল দেওয়ালির। শুধু আলোর রোশনাই নয়, চ্যাম্পিয়ন টিমের ট্রেড মার্ক নাচও মাতিয়ে রেখেছিল দর্শকদের। ক্যারিবিয়ান শিবিরের সেই নাচ চলেছে টিম বাস থেকে ড্রেসিংরুম পর্যন্ত। তাঁরা যে নাচ মাঠে শুরু করেছিলেন, সেই নাচের তালেই কেটেছে তাঁদের পুরো রাত।
'চ্যাম্পিয়ন' গানটি গেয়েছেন ক্যারিবিয়ান শিবিরের অল-রাউন্ডার দাওনে ব্র্যাভো, এবং এটা সেই সমস্ত প্লে্য়ারদের উত্সর্গ করা হয়েছে যাঁরা বিশ্বমঞ্চে বড় বড় স্বীকৃতি এনে দিয়েছে দেশকে।
ভিডিওতে দেখুন টুর্নামেন্ট জেতার পর ক্যারিবিয়ান শিবিরের গান ও নাচ
ভিডিও সৌজন্যে আইসিসি