বাংলা: মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে ব্রাত্য ছিলেন। ভাল পারফরম্যান্স করেও 'বিশ্রামের' অজুহাতে তাঁকে ছেঁটে ফেলেছিল। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) এবার অনুষ্টুপ (anustup) মজুমদারের ওপরই ভরসা করল বাংলার নির্বাচক কমিটি। আসন্ন বিজয় হাজারে ট্রফির জন্য বাংলা স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে অনুষ্টুপকে ফিরিয়ে আনা হল। দলের নেতৃত্বে রয়েছেন সুদীপ (sudip) চট্টোপাধ্যায়ই। মুস্তাক আলিতেও সুদীপই অধিনায়কত্ব সামলেছিলেন। ২০ সদস্যের দল ঘোষণা করা হল বাংলার। মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে যে স্কোয়াড ছিল, সেই স্কোয়াডই মোটামুটি ধরে রাখা হয়েছে। কানপুর টেস্টে চোট পাওয়া ঋদ্ধিমান সাহাকে ছাড়াই স্কোয়াড করা হয়েছে। 


সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে এবার শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মরসুম। সেই টুর্নামেন্টের আগেও ঋদ্ধিকে বাংলার অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেই বিশ্বস্ত সূত্রের খবর। কিন্তু ফের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ময়দানে নির্বিবাদী চরিত্র হিসাবে পরিচিত ঋদ্ধি। শেষ পর্যন্ত অধিনায়ক করা হয়েছে সুদীপ চট্টোপাধ্যায়কে। মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে বাদ দেওয়া হয়েছিল শ্রীবৎস গোস্বামীকে। তাঁকেও ফের বিজয় হাজারে ট্রফিতে স্কোয়াডে ফিরিয়ে আনা হল। 


বাংলার স্কোয়াড:- সুদীপ চট্টোপাধ্যায় (অধিনায়ক) শ্রীবৎস গোস্বামী, অভিষেক দাস, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, ঋত্বিক রায়চৌধুরী, রণজ্যোৎ সিং খাইরা, শুভঙ্কর বল, কাইফ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, ঋত্বিক চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, করণ লাল, সুজিত কুমার যাদব, মুকেশ কুমার, আকাশ দীপ, গীত পুরি, মহম্মদ কাইফ, সায়ন শেখর মন্ডল, সায়ন ঘোষ।


এদিকে, কাল থেকে শুরু ভারত-নিউজিল্য়ান্ড (ind vs nz) দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে ভারতীয় দলের। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে (india cricket team)। এই পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজে চ্যাম্পিয়ন হবে। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত হওয়ায় ২ দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় শিবিরে দ্বিতীয় ম্যাচেই একাদশে ফিরতে চলেছেন বিরাট কোহলি (virat kohli)। কিন্তু কার বদলি হিসেবে দলে যোগ দেবেন তিনি? এই প্রশ্নই এখন বারবার উঠে আসছে। 


আরও পড়ুন: কাল শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, নজরে ওয়াংখেড়ের পিচ