তিরুঅনন্তপুরম: মুস্তাক আলি ট্রফির ব্যর্থতা ঝেড়ে বিজয় হাজারে (Vijay Hazare) ট্রফিতে দুর্দান্ত শুরু করল বাংলা। প্রথম ম্যাচেই বঢোদরাকে (baroda) ২৭ রানে হারিয়ে দিল তাঁরা। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে বোর্ডে ২৩০ রান তুলেছিল বাংলা (bengal)। জবাবে ব্যাট করতে নামা বঢোদরাকে এরপর ২০৩ রানে থামিয়ে দেয় সুদীপ চট্টোপাধ্যায়ের দল।
মুস্তাকে দলে না থাকলেও বিজয় হাজারে ট্রফিতে স্কোয়াডে ফিরেছিলেন শ্রীবৎস গোস্বামী। কিন্তু প্রথম ম্যাচে খাতা না খুলেও ফিরে যান তিনি। অত্যন্ত ধীর গতির ইনিংস খেলেন অধিনায়ক সুদীপও। তিনি ৪০ বলে মাত্র ১৪ রান করেন। তবে মিডল অর্ডারে অভিষেক (৯০ বলে ৬২) ও কাইফ (৯৩ বলে ৬৭), দুইজনেই অর্ধশতরান করে দলকে টেনে তোলার চেষ্টা করেন। শেষদিকে ঋত্বিক রায় চৌধুরী ৩৬ বলে ৪৮ রান করে ২৩০ রানে পৌঁছে দেয় বাংলাকে। এদিকে এই ম্যাচেই বাংলার হয়ে অভিষেক হল গীত পুরির। তবে অভিষেক ম্যাচে উইকেটহীন থাকতে হয় তাঁকে।
জবাবে ব্যাট করতে নেমে আকাশদীপের বলে প্রথম উইকেট হারায় বঢোদরা। অধিনায়ক কেদার দেবধর ৩৫ রান করে ফিরে যান। পি এ কুমার ৩৮ রান করেন। ক্রুণাল পাণ্ড্য ৫৬ বলে ৩৯ রান করেন। এছাড়া কেউই আর উল্লেখযোগ্য রান করতে পারেননি। এই ম্যাচে খেলেননি হার্দিক। হার্দিক বঢোদরা ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন যে, তিনি রিহ্যাবের জন্য মুম্বইয়ে রয়েছেন। তাই তিনি এই টুর্নামেন্টে খেলবেন না। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খারাপ পারফরম্যান্সের জন্য নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রুণাল। বাংলার হয়ে আকাশদীপ তিন, মুকেশ কুমার, ঋত্বিক চট্টোপাধ্যায় ও শাহবাজ আহমেদ দু'টি করে উইকেট নেন।
ম্যাচে জয়ের পর বাংলার কোচ অরুণ লাল বলেন, ''আমাদের ব্যাটারদের আরও কিছু রান করা উচিত ছিল। কিন্তু সকালে আর্দ্রতা যেমন থাকে তাতে সম্ভব হয় না সব সময়। আমার মনে হয় আমরা ৩০ রান শর্ট ছিলাম। বেলা যত গড়িয়েছে উইকেট ততই সহজ হয়েছে ব্যাটিংয়ের জন্য।''
আরও পড়ুনঃ রোহিত ওয়ান ডে অধিনায়ক হতেই ভাইরাল হল ১০ বছর আগে করা তাঁর ট্যুইট