তিরুঅনন্তপুরম: প্রথম ম্যাচে জয় দিয়ে বিজয় হাজারে ট্রফিতে (vijay hazare trophy) নিজেদের অভিযান শুরু করেছিল বাংলা (cab)। বঢোদরার (baroda) বিরুদ্ধে ২৭ রানে জয় এসেছিল সেই ম্যাচে। দ্বিতীয় ম্যাচে অবশ্য পুরো ম্যাচ না খেলেই ম্যাচ হেরে যেতে হল সুদীপ চট্টোপাধ্যায়ের (sudip chatterjee) দলকে। পুদুচেরির (Puducherry) বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ২৬৪ রান তোলে বাংলা। জবাবে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে যখন ১৩২ রান তুলেছে পুদুচেরি, সেই সময় বৃষ্টি নামে। খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত ডিএলএস মেথডে পুদুচেরিকে জয়ী ঘোষণা করা হয়।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলা অধিনায়ক সুদীপ। প্রথম ম্যাচে রান না পাওয়া শ্রীবৎস এদিন ৪৫ রানের ইনিংস খেলেন। সুদীপ নিজে ২৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। তবে বাংলার স্কোরবোর্ডকে আড়াইশোর গণ্ডি পার করে দেওয়ার মূল নায়ক শাহবাজ আহমেদ। ৬০ বলে ঝড়ের গতিতে অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন এই তরুণ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান বোর্ডে তুলে নেয় বাংলা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে প্রথম উইকেট হারায় পুদুচেরি। মুকেশ কুমার প্রথম আঘাত হানেন। এরপর শাহবাজ পুদুচেরির দ্বিতীয় ওপেনারকেও তুলে নেন। তবে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন পবন দেশপাণ্ডে ও পারশ ডোগরা। ৩০ ওভারে ১৩২/২ স্কোর যখন পুদুচেরির তখনই বৃষ্টি নামে। পরিবর্তিত পরিস্থিতিতিতে ডিএলএস মেথডে জয়ের জন্য পুদুচেরির লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩০ ওভারে ১২৫। যেই স্কোর আগেই অতিক্রম করে যাওয়ায় পুদুচেরিকে জয়ী ঘোষণা করে দেওয়া হয়। ৮ রানে ম্যাচ জিতে যায় তারা।
আরও পড়ুনঃ বিরাটকে অধিনায়কের পদ থেকে ‘সরিয়ে দেওয়া’ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আক্রমণের মুখে বিসিসিআই, সৌরভ