মুম্বই: বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল সৌরাষ্ট্র (Saurashtra)। মহারাষ্ট্রের বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমেছে জয়দেব উনাদকাটের দল। সৌরাষ্ট্র যেখানে তাদের দ্বিতীয় বিজয় হাজারে ট্রফি জয়ের লক্ষ্যে নেমেছে, সেখানে মহারাষ্ট্র আগে কখনও এই টুর্নামেন্টে জেতেনি। এবারই প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে তাঁরা। 


সৌরাষ্ট্র তাদের শেষবার বিজয় হাজারে ট্রফিতে জয় পেয়েছিল ২০০৭-০৮ মরসুমে। এরপর থেকে একবারও এই টুর্নামেন্ট জেতেনি দল। সেই দলের সদস্য ছিলেন জয়দেব উনাদকাট ও চেতেশ্বর পূজারা। প্রথম জন এখন সৌরাষ্ট্রর ক্যাপ্টেন ও ঘরোয়া ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ একজন ক্রিকেটার। দ্বিতীয়জন গত এক দশকে নিজেকে ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গড়ে তুলেছেন। ২০২০ সালে প্রথমবার রঞ্জি ট্রফি জিতেছিল সৌরাষ্ট্র। সেবারও অধিনায়ক ছিলেন উনাদকাট। সেবার মরসুমে ৬৭টি উইকেট নিয়েছিলেন তিনি। সৌরাষ্ট্রের হয়ে এই ম্যাচে নজরে থাকবেন চিরাগ জানি ও কুশঙ্গ পটেলের মত ক্রিকেটাররা। 


অন্যদিকে মহারাষ্ট্রের ব্যাটিং লাইন আপ এবার অনেক বেশি শক্তিশালী। অঙ্কিত বাওয়ানে ৫৭১ রান ঝুলিতে পুরেছেন ৮টি ইনিংসে। অধিনায়ক রুতুরাজ ঝুলিতে পুরেছেন ৫৫২ রান ৪ ইনিংসে। এরমধ্যে রয়েছে অপরাজিত ২২০ রান। সেই ইনিংসেই এক ওভারে সাতটি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন রুতুরাজ। 


ভারতের বিরুদ্ধে নেই তামিম


বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ থেকেই ছিটকে গেলেন তামিম ইকবাল। বুধবার বাংলাদেশের অনুশীলনের এক ওয়ার্ম আপ ম্যাচে কুঁচকিতে চোট পান ৩৩ বছর বয়সি বাংলাদেশি তারকা তামিম। এর ফলেই তিনি ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেনই, এমনকী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে চলা ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজেও তাঁর খেলা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তামিমের চোটের বিষয় কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের ফিজিও বৈজেদুল ইসলাম খান বলেন, 'তামিমের ডান কুঁচকিতে চোট লেগেছে, যা এমআরআইয়ের পরে নিশ্চিত করা হয়। আমরা দুই সপ্তাহ ওঁকে নজরে রাখব এবং তার পরেই ওঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। দুর্ভাগ্যবশত এই চোটের ফলে ওঁ ওয়ান ডে সিরিজে তো খেলতে পারবেনই না, টেস্ট সিরিজেও ওঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।'


তামিমের বদলে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কে দলের অধিনায়কত্ব করবেন, তা এখনও বাংলাদেশ বোর্ডের তরফে জানানো হয়নি। তবে আহত তাসকিনের বদলে কক্সবাজারে ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে বর্তমানে টেস্ট খেলা বাংলাদেশ 'এ' দলের সদস্য শরিফুল ইসলামকে দলে সুযোগ দেওয়া হয়েছে।