নয়াদিল্লি: টানা ছটি পেশাদার ম্যাচ জিতে ভারতে এসেছিলেন৷ আর শনিবার ঘরের মাঠ মাতিয়ে দিলেন পেশাদার বক্সার বিজেন্দ্র সিংহ৷ দিল্লিতে অস্ট্রেলিয়ার কেরি হোপকে হারিয়ে জিতলেন এশিয়া প্যাসিফিক মিডলওয়েট খেতাব৷ বিজেন্দ্রর সমর্থনে হাজির ক্রিকেটার থেকে বলিউড তারকা সবাই৷
১০টি রাউন্ড৷ সময় ৩০ মিনিট৷ মাত্র আধ ঘন্টাতেই দিল্লি মাতিয়ে দিল বিজেন্দ্র সিংহের দাপুটে লড়াই৷ পেশাদার বক্সিং রিংয়ে এদিন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কেরি হোপের সঙ্গে প্রথম ছয় রাউন্ডের লড়াই ছিল সমানে সমানে৷ কিন্তু সপ্তম রাউন্ড থেকেই দাপট শুরু বিজেন্দ্রর৷ দাঁড়াতেই দেননি কেরি হোপকে৷ ৩ জন বিচারকের বিচারেই জয়ী বিজেন্দ্র৷ বিজেন্দ্রর পক্ষে ফল ৯৮-৯২, ৯৮-৯২, ১০০-৯০৷ জিতলেন এশিয়ান প্যাসিফিক মিডলওয়েট খেতাব৷ এর আগে ৬টি লড়াইয়ে ২টিতে নক আউট করেন প্রতিপক্ষকে৷ ঘরের মাঠে প্রথমবার পেশাদার বক্সিং খেলতে নেমে বিশাল সমর্থন পেয়ে খুশি এই বক্সার৷ জয়ের পর উচ্ছ্বসিত বিজেন্দ্রের দাবি, এই সমর্থন তাঁর কাছে বিরাট পাওনা৷
দিল্লির ত্যাগরাজ হলে এদিন বিজেন্দ্রের লড়াই দেখতে হাজির রাহুল গাঁধী থেকে যুবরাজ সিংহরা৷ হাজির বলিউডও৷ মজলেন যুবরাজের মুষ্টিযুদ্ধ।
পেশাদার বক্সিংয়ে অভিষেক ম্যাচে সোনি হোয়াইটিং থেকে আন্দ্রে সোলদ্রা৷ একের পর এক নামী বক্সারকে হারিয়ে অপরাজিত৷ মাত্র ৯ মাসেই পেশাদার বক্সিংয়ে এখন প্রতিপক্ষের ঘুম কাড়ছেন এই ভারতীয় বক্সার৷
পেশাদার বক্সিংয়ে টানা সপ্তম জয়, বিজেন্দ্র জিতলেন এশিয়া প্যাসিফিক মিডলওয়েট খেতাব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jul 2016 06:18 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -