মুম্বই: ব্যাকগ্রাউন্ডে বাজছে সুপারহিট সিনেমা এক দুজেকে লিয়ের জনপ্রিয় গান, 'হাম বনে তুম বনে এক দুজে কে লিয়ে'। আর সেই গানের তালে পা মেলাচ্ছেন বলিউডের সুপারস্টার রণবীর সিংহ (Ranveer Singh)। নাচের সঙ্গী? রবি শাস্ত্রী (Ravi Shastri)!


২০২২ সাল শুরু হয়েছে। নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে মাতোয়ারা গোটা বিশ্ব। বাদ যায়নি ভারতও। দেশের সর্বত্র উৎসবের আবহ। বর্ষবরণের রাতে খোশমেজাজে টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভক্তদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন। রবি শাস্ত্রী ৮৩ সিনেমার প্রিমিয়ারের রাতের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি রণবীর সিংহের সঙ্গে 'হাম বনে তুম বনে এক দুজে কে লিয়ে' গানটিতে নাচছেন। 



নতুন বছরকে এভাবেই স্বাগত জানালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বলিউড অভিনেতা রণবীর সিংহের সঙ্গে নাচতে দেখা গেল তাঁকে। সেখানে ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন। সবাইকে নিয়েই বর্ষবরণ করলেন শাস্ত্রী। ইনস্টাগ্রামে একটি ভি়ডিও পোস্ট করেছেন শাস্ত্রী। সেখানে দেখা যাচ্ছে কালো রংয়ের পোশাক পরে নাচছেন তিনি। পাশে রণবীর। বলিউডের তারকার সঙ্গে নাচের স্টেপ মেলাচ্ছেন বিরাট কোহলিদের সদ্যপ্রাক্তন কোচ।


আরও পড়ুন: পাকিস্তানকে জোরাল ধাক্কা, বিশ্বকাপে চাপ সামলাতে মুখিয়ে বাংলার পেসার


ভিডিওটিতে ৮৩ ছবির অন্য কলাকুশলীদের দেখা গিয়েছে। কপিল দেবের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য, পেসার বলবিন্দর সিংহ সান্ধুও ছিলেন। ভিডিওর ক্যাপশনে শাস্ত্রী লেখেন, ‘এভাবেই ২০২২ সালে পা দিলাম। রণবীর, নাচের পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি নতুন বছর সবার ভাল কাটবে।’


চলতি বছরে টেস্ট ফর্ম্যাটে ভারতের সাফল্য যতটা উজ্জ্বল, সেরকমই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার কাহিনিও। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারতে হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দলকে। সেমিফাইনাল পর্যন্তও যেতে পারেনি টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টের পরই কুড়ির ফর্ম্যাটে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিরাট। কোচের পদে মেয়াদ শেষ হয় রবি শাস্ত্রীর। কিন্তু কেন ব্যর্থ হতে হয়েছিল সেই টুর্নামেন্টে ভারতকে? এতদিন পরে মুখ সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।   


এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ''টুর্নামেন্টে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিলাম আমরা। সেদিন ওরা আমাদের থেকে অনেক ভাল খেলেছিল।কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমাদের রীতিমতো হতাশ, দুর্বল মনে হচ্ছিল। খেলার মধ্যেও সেই জিনিসটা দেখা গিয়েছে। আমাদের ভীতু মনে হচ্ছিল। যদি লড়াই করে হারতে হয় তবে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু এদিন আমরা যেভাবে হেরেছিলাম তা সত্যিই হতাশ হওয়ার মতোই। খেলার আগেই যদি মানসিকভাবে হেরে যান আপনি তবে আর কিছু করার থাকে না।''