একদিন আগেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় একদিনের ম্যাচে সচিন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।একদিনের ম্যাচে দ্রুততম ১০ হাজার রান করার রেকর্ড এখন বিরাটের পকেটে। স্বামীর সেই কৃতিত্ব দেখে আপ্লুত স্ত্রী অনুষ্কা শর্মার সোশ্যাল মিডিয়ায় এক বাক্যে প্রতিক্রিয়া হোয়াট অ্যা ম্যান... লাভ







প্রসঙ্গত, এটা ছিল কোহলির আন্তর্জাতিক একদিনের ম্যাচে ৩৭ তম শতরান। এখানেও তাঁর আগে রয়েছেন শুধুমাত্র সচিন তেণ্ডুলকর। এই রেকর্ডটিও হয়তো খুব তাড়াতাড়ি ভাঙবেন কোহলি। লিটল মাস্টার দ্রুততম ১০ হাজার রান করেছিলেন ২৫৯টি ইনিংস থেকে। সেখানে কোহলি সেটা অর্জন করেছেন ২০৫টি ইনিংস খেলেই।

একদিকে যখন একাই কোহলি একের পর এক মাইলস্টোন পেরিয়ে যাচ্ছেন, তখন দল হিসেবেও টিম ইন্ডিয়ার পারফর্ম্যান্স অনবদ্য। এরমধ্যেই টিম ইন্ডিয়া ২-০ জিতে গিয়েছে টেস্ট সিরিজ। একদিনের সিরিজেও মেন ইন ব্লু এগিয়ে ১-০।

বিশেষজ্ঞরা মনে করেন, যে গতিতে এগোচ্ছেন বিরাট, তাতে তিনি সচিনের সর্বাধিক শতরানের রেকর্ডও খুব তাড়াতাড়ি ভেঙে দেবেন। এবিষয়ে আপনার মতামত কী? নীচের কমেন্ট বক্সে মন্তব্য লিখে পাঠান।