নয়াদিল্লি: বিরাট কোহলি নিঃসন্দেহে ভারতের সবচেয়ে ফিট ক্রিকেটার। কিন্তু তাঁর মতো চ্যাম্পিয়ন ব্যাটসম্যানের জন্যে সেটাই সব নয়। তিনি নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ অ্যাথলেট হিসেবে প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন কোহলির প্রশিক্ষক শঙ্কর বসু।
কোহলির প্রশিক্ষক জানিয়েছেন, তিনি নিজেকে ফিট রাখতে সবরকম ভাবেই সফল। এরজন্যে তিনি যথেষ্ট পরিশ্রমও করছেন। এবং তিনি যে ফিট, তার প্রমাণ পাওয়া গিয়েছে মাঠেই। এবার তিনি নিজেকে সেরা অ্যাথলেট হিসেবে প্রমাণ করতে আরও খাটার পরিকল্পনা নিয়েছেন।
কোহলিকে তাঁর আইপিএল দল আরসিবি এবং জাতীয় দল দুজায়গাতেই প্রশিক্ষণ দিয়েছেন শঙ্কর। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক স্তরে বহু ফিট অ্যাথলেট রয়েছেন। তাঁদেরকে টার্গেট রেখে নিজের লক্ষ্যপূরণের উদ্দেশ্যে এগোবেন কোহলি। প্রশিক্ষক শঙ্কর বসু, যিনি দীর্ঘ আট বছর কোহলির সঙ্গে কাজ করছেন, জানিয়েছেন একবার তিনি যাঁকে বিশ্বাস করেন, তাঁর কথা মতোই নিজের ফিটনেস রুটিন মেনে চলেন। নিজের খাওয়া-দাওয়ার প্রতিও বিশেষ যত্নশীল কোহলি, দাবি প্রশিক্ষককের। শুধু খাবার নয়, জীবনযাত্রাকেও অনেক পরিবর্তন, আরও সংযত করেছেন বিরাট। নিজের পূর্ণ প্রচেষ্টাতেই আজ সুস্থতার শীর্ষস্তরে পৌঁছেছেন ভারতীয় দলের এইমুহূর্তের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান কোহলি।
বিশ্ব সেরা অ্যাথলেট হতে চায় বিরাট:প্রশিক্ষক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2016 10:23 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -