বিরাট সর্বকালের অন্যতম সেরা, তবে তুলনায় বিশ্বাস করি না, বলছেন সচিন
Web Desk, ABP Ananda | 01 Nov 2018 06:32 PM (IST)
নভি মুম্বই: কিংবদন্তী সচিন তেন্ডুলকরের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির তুলনা নতুন নয়। বিরাট যেভাবে একের পর এক নজির গড়ে চলেছেন, তাতে সচিনের সঙ্গে তাঁর তুলনা জোরদার হচ্ছে। এই পরিস্থিতিতে আজ এ বিষয়ে মুখ খুললেন স্বয়ং সচিন। তিনি তুলনায় না গিয়েও বিরাটকে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার আখ্যা দিলেন। বিরাটের প্রশংসা করে সচিন বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে বিরাট ব্যাপক উন্নতি করেছে। আমি সবসময়ই ওর মধ্যে স্ফুলিঙ্গ দেখতে পাই। আমার সবসময়ই মনে হয়, ও বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। এটা আমার মতামত। তবে আমি তুলনায় যেতে চাই না। ষাট, সত্তর বা আশির দশকে অন্য ধরনের বোলাররা ছিলেন। আমার সময়ের সঙ্গেও এখনকার বোলারদের পার্থক্য আছে। তাই আমি তুলনা করব না।’