Virat Kohli 100th Test: শততম টেস্টে মাঠের বাইরেও হৃদয় জিতলেন বিরাট

Virat Kohli 100th Test: কিন্তু সেই বিরাটই মাঠের বাইরে একেবারেই অন্যরকম। মাঝে মাঝেই প্রাক্তন ভারত অধিনায়কের নানারকম সংবেদনশীল ছবি দেখা গিয়েছে।

Continues below advertisement

মোহালি: মাঠের ভেতরে বরাবরই অগ্রাসী মেজাজের জন্য পরিচিত বিরাট কোহলি (virat kohli)। কিন্তু সেই বিরাটই মাঠের বাইরে একেবারেই অন্যরকম। মাঝে মাঝেই প্রাক্তন ভারত অধিনায়কের নানারকম সংবেদনশীল ছবি দেখা গিয়েছে। এবার শততম টেস্টেও মাঠের বাইরে মন জয় করলেন তিনি। ব্যাট হাতে ৪৫ রান করেছিলেন বিরাট। ৭১ তম আন্তর্জাতিক শতরানের অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছেন বিরাট। কিন্তু ম্যাচ জিতে টিম বাসে ওঠার সময় বিরাটের কার্যকলাপ হৃদয় জয় করে নিয়েছে সবার। 

Continues below advertisement

 

টিম বাসে ওঠার সময় অন্যান্য সমর্থকের সঙ্গে ভারতীয় দলকে চিয়ার আপ করতে সেখানে উপস্থিত ছিলেন বিশেষভাবে সক্ষম ভারতীয় ক্রিকেটের সমর্থক ধরমবীর পল। যা বিরাটের নজর এড়ায়নি। নিজে থেকে এগিয়ে আসেন। আর একটি নিজের জার্সি নামাঙ্কিত টি-শার্ট তুলে দেন সেই ভক্তের হাতে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে গিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়ায় ধরমবীর সেই ভিডিও পোস্ট করেন। 

বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট স্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া (Team India)। মোহালিতে মাত্র তিন দিনের মধ্যে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা (Rohit Sharma)।

ভারতের ইনিংসের ৫৭৪/৮ (ডিক্লেয়ার) স্কোরের জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ১৭৪ রানে। প্রতিপক্ষকে কোনওরকম রেয়াত না করে ফলো অন করান রোহিত শর্মা।

দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লড়াই করেছিলেন একমাত্র পাথুম নিসাঙ্কা। ১৩৩ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে যেটুকু যা লড়াই করলেন নিরোশন ডিকাওয়েলা। ৮১ বলে ৫১ রানে অপরাজিত রইলেন। বাকিরা আর কেউই ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

রবিবার সারাদিনে পড়ল ১৬ উইকেট। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৬০ ওভারে। ভারতীয় বোলারদের মধ্যে আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা ৪টি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট মহম্মদ শামির। দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হয়েছেন জাডেজা। যিনি ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। পাশাপাশি বল হাতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট।

Continues below advertisement
Sponsored Links by Taboola