মোহালি: তাঁদের প্রেম রূপকথার মতো।


একজন ক্রিকেট বিশ্বে কিংবদন্তি হওয়ার পথে। অন্যজন বলিউডের হার্টথ্রব। বিজ্ঞাপনের শ্যুটিংয়ে গিয়ে আলাপ। প্রেম। তারপর সেই বিখ্যাত দৃশ্য। সেঞ্চুরির পর ভিআইপি বক্সে দাঁড়িয়ে হাততালি দেওয়া অনুষ্কা শর্মার (Anushka Sharma) দিকে চুম্বন ছুড়ে দিচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। ১১ ডিসেম্বর, ২০১৭। সাত পাকে বাঁধা পড়েন দুজনে।


বিরাটের জীবনে অনুষ্কার প্রভাব কতটা? মোহালিতে কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বললেন, 'আমার জীবনে অনুষ্কার বিরাট প্রভাব। জীবনে কারও প্রভাব থাকলে মাঠেও তার প্রতিফলন পাওয়া যায়। কারণ খেলাটাও আমাদের জীবনের অঙ্গ। আমি সম্পূর্ণ পাল্টে গিয়েছি আর পুরোটাই ভালর জন্য।'


কোহলি এখানেই থেমে থাকেননি। বলেছেন, 'অনুষ্কার মতো জীবনসঙ্গী পাওয়ায় আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমার কাছে শক্তির একটা স্তম্ভ অনুষ্কা। জানি লোকে আলোচনা করে, তবে হ্যাঁ অনুষ্কা আমার জীবনে আসার পর আমার বিবর্তন শুরু হয়। আমরা একে অপরকে বেড়ে উঠতে সাহায্য করেছি। অনুষ্কা না থাকলে এত আবেগ আর প্রাণশক্তি নিয়ে খেলতে পারতাম না।'


সফর শুরু হয়েছিল ১১ বছর আগে। ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল। সেই ম্যাচে অবশ্য রান পাননি। দুই ইনিংসে করেছিলেন ৪ ও ১৫ রান ।


পরের এগারো বছর অবশ্য বিশ্বক্রিকেটকে শাসন করেছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট । ৯৯ টেস্টে ৭৯৬২ রান করেছেন দিল্লির ডানহাতি। যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি। টেস্টে অনবদ্য ব্যাটিং গড় ৫০.৩৯। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। যা তিনি করেছিলেন পুনেতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৯ সালে।


শুক্রবার দিনটা অবশ্য অন্যরকম হতে চলেছে কিং কোহলির। কারণ, শ্রীলঙ্কার (Ind vs SL) বিরুদ্ধে টেস্ট ম্যাচ হতে চলেছে কোহলির কেরিয়ারের শততম টেস্ট। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।