মোহালি: বিরাট কোহলির শততম টেস্ট। আর এমন মুহূর্তে মাঠে দর্শক থাকবে না তা কি হয় না কি। তবে বিসিসিআই অন্তত তেমনটা হতে দিচ্ছে না। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শকশূন্য মাঠে খেলা হলেও মোহালি টেস্টে ৫০ শতাংশ দর্শকের অনুমতি মিলেছে। এ ব্যাপারে নিজেই বিবৃতি দিয়ে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 


নিজের বিবৃতিতে সৌরভ জানিয়েছেন, ''বিরাট কোহলির ১০০ তম টেস্ট ম্যাচে বোর্ডের তরফে কোনও বিধিনিষেধ থাকছে না। আমরা অ্যাসোসিয়েশনকে জানিয়েছি যে রাজ্য সরকারের নিয়মেই মাঠে দর্শক অনুমতি দিতে। আমি পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে কথা বলেছিলাম। মোহালির মাঠে দর্শক থাকবে।''


বোর্ড সচিব জয় শাহ বলেন, ''পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কথা বলেছি। ৫০ শতাংশ দর্শক থাকবে মাঠে। ক্লোজ ডোর ম্যাচ হচ্ছে না এখানে। 


১১ বছর আগে, ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল বিরাটের। সেই ম্যাচে অবশ্য রান পাননি। দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ৪ ও ১৫ রান। ব্যাট করেছিলেন পাঁচ নম্বরে। দুই ইনিংসেই ফিডেল এডওয়ার্ডের বলে কট বিহাইন্ড হন কোহলি। সেই ম্যাচ ভারত জিতেছিল রাহুল দ্রাবিড়ের ব্যাটিং দৃঢ়তায়। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন দ্রাবিড়। ম্যাচের সেরাও হয়েছিলেন দ্য ওয়াল। ঘটনাচক্রে, বিরাট যখন কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচ খেলতে নামছেন, ভারতীয় সিনিয়র দলের কোচের নাম দ্রাবিড়।


পরের এগারো বছর অবশ্য বিশ্বক্রিকেটকে শাসন করেছে বিরাটের ব্যাট। ৯৯ টেস্টে ৭৯৬২ রান করেছেন দিল্লির ডানহাতি। যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি। টেস্টে অনবদ্য ব্যাটিং গড় ৫০.৩৯। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। যা তিনি করেছিলেন পুনেতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৯ সালে।