মোহালি: সফর শুরু হয়েছিল ১১ বছর আগে। ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল। সেই ম্যাচে অবশ্য রান পাননি। দুই ইনিংসে করেছিলেন ৪ ও ১৫ রান ।
পরের এগারো বছর অবশ্য বিশ্বক্রিকেটকে শাসন করেছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট । ৯৯ টেস্টে ৭৯৬২ রান করেছেন দিল্লির ডানহাতি। যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি। টেস্টে অনবদ্য ব্যাটিং গড় ৫০.৩৯। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। যা তিনি করেছিলেন পুনেতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৯ সালে।
শুক্রবার দিনটা অবশ্য অন্যরকম হতে চলেছে কিং কোহলির। কারণ, শ্রীলঙ্কার (Ind vs SL) বিরুদ্ধে টেস্ট ম্যাচ হতে চলেছে কোহলির কেরিয়ারের শততম টেস্ট। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।
তিনি, কোহলি নিজে এই ম্যাচের আগে কী ভাবছেন?
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, একশো টেস্ট খেলবেন, কোনওদিন ভাবেননি। কোহলি বলেছেন, 'কখনও ভাবিনি একশো টেস্ট ম্যাচ খেলব। লম্বা সফর। ঈশ্বর আমার ওপর সদয় থেকেছেন। নিজের ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছি । আমার পরিবার, স্ত্রী, কোচ, সকলের জন্যই এটা বিরাট মুহূর্ত। আমার মতোই এই একশোতম টেস্ট ম্যাচ নিয়ে কোচও খুব গর্বিত ।'
কোহলি যোগ করেছেন, 'অবিশ্বাস্য লাগছে। কোনওদিন ভাবিনি দেশের হয়ে একশো টেস্ট খেলব। শীর্ষে পৌঁছনোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। জীবন নিয়ে কোনও পূর্বাভাস করা যায় না। ভবিষ্যতে কী আছে কেউ জানে না। কত দারুণ মুহূর্ত থাকতে পারে। ভয় পাওয়া বা হতোদ্যম হয়ে পড়ার কোনও কারণ নেই। আমার জীবন ও আমার কেরিয়ারই প্রমাণ করে যে, সব কিছুই সম্ভব।'
শুক্রবার দিনটা কেমন হবে আপনার কাছে ? কোহলি বলছেন, 'সকালটা বিশেষ হবে। মাঠে দর্শকের চিৎকার থাকবে। মিথ্যে বলব না, স্নায়ুর চাপ থাকবে । জীবনের শেষ ম্যাচেও থাকবে।'