টেস্টে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সৌরভকে টপকে যাওয়ার পথে বিরাট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Feb 2020 12:03 AM (IST)
টেস্টে সৌরভের রান ৭,২১২। এখনও পর্যন্ত ৮৪টি টেস্ট ম্যাচ খেলে ৭,২০২ রান করেছেন বিরাট। ফলে তিনি আর ১১ রান করলেই সৌরভকে টপকে যাবেন।
ফাইল ছবি
ওয়েলিংটন: শুক্রবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচে আরও একটি নজির গড়ার পথে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে পাঁচ নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে বিরাটের সামনে। টেস্টে সৌরভের রান ৭,২১২। এখনও পর্যন্ত ৮৪টি টেস্ট ম্যাচ খেলে ৭,২০২ রান করেছেন বিরাট। ফলে তিনি আর ১১ রান করলেই সৌরভকে টপকে যাবেন। ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রান সচিন তেন্ডুলকরের। তিনি করেন ১৫,৯২১ রান। ১৩,২৬৫ রান নিয়ে দ্বিতীয় স্থানে রাহুল দ্রাবিড়। তৃতীয় স্থানে সুনীল গাওস্কর (১০,১২২ রান)। সচিন, দ্রাবিড় ও গাওস্কর ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান টেস্টে ১০ হাজার রান করতে পারেননি। ভিভিএস লক্ষ্মণ ও বীরেন্দ্র সহবাগের রান যথাক্রমে ৮,৭৮১ ও ৮,৫০৩।