কলকাতা: ইন্দৌরে সুযোগ ছিল। তবে ওই ম্যাচে খাতা না খোলায় এবার কলকাতায় সুযোগ থাকছে বিরাট কোহলির। চাই মাত্র ৩২ রান। তাহলেই অধিনায়ক হিসেবে বিরাট কোহলির স্কোরকার্ড পৌঁছে যাবে পাঁচ হাজারে। একদিকে গোলাপি বলের টেস্ট। যেখানে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দলকে দিনরাতের টেস্টে নেতৃত্ব দেওয়ার গৌরব। অন্যদিকে দেশের একমাত্র অধিনায়ক হিসেবে ৫ হাজার রান করার নজির। ইডেন গার্ডেন্সে একই সঙ্গে দুই স্মরণীয় সন্ধিক্ষণের সামনে কিং কোহলি।
বিরাট কোহলির আগে আর কোনও ভারত অধিনায়ক টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান করেননি। বিরাট এখনও পর্যন্ত ৫২টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে জিতলে অধিনায়ক হিসেবে কিংবদন্তী অ্যালান বর্ডারের টেস্ট জয়ের (৩২) রেকর্ডও ছাপিয়ে যাবেন তিনি। একই সঙ্গে ৩২ রানের ইনিংস খেলে অ্যালান বর্ডার, গ্রেম স্মিথ, ক্লাইভ লয়েড, রিকি পন্টিং ও স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে এক সারিতে চলে আসবেন বিরাট। বিশ্ব ক্রিকেটে এই পাঁচ ক্রিকেটারই অধিনায়ক হিসেবে ৫ হাজার রানের নজির গড়েছেন।