কলকাতা: ধোনি-যুবির শৌর্যে বৃহস্পতিবারই মুঠোয় এসেছে সিরিজ৷ এবার মিশন কলকাতা৷ রবিবার ইডেনে তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড৷ সেজন্য শুক্রবারই শহরে এসে পৌঁছল দু’দল৷ দুপুর একটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে নামে বিরাট অ্যান্ড কোম্পানি৷ এসে পৌঁছন যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, রবিচন্দ্রন অশ্বিনরা৷ শহরে পা রাখে মর্গ্যানবাহিনীও৷ পুণে ও কটকে ব্যাটিং বিস্ফোরণের পর টিম ইন্ডিয়াকে ঘিরে উন্মাদনা তুঙ্গে৷
তবে, টিম হোটেলে পৌঁছতে রীতিমতো দেরি হয়ে যায় টিম ইন্ডিয়ার৷ বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছতে সময় লাগে পাক্কা ১ ঘণ্টা ৪০ মিনিট৷ বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে এদিন শহরে প্রচুর ভিআইপি-সমাগম৷ আর, সেজন্যই বেশ কিছুক্ষণ ট্র্যাফিকে আটকে থাকে টিম-বাস৷ এই ঘটনায় ভারতীয় দলের বেশ কয়েকজন রীতিমতো বিরক্ত বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর৷
বৃহস্পতিবারের ম্যাচে চোট পেয়েছিলেন ওপেনার শিখর ধবন৷ এদিন কলকাতায় পৌঁছনোর পরেই তাঁর এমআরআই করানো হয়৷ তাঁর চোট কতটা গুরুতর, রবিবারের ম্যাচে তাঁকে আদৌ পাওয়া যাবে কি না, তা জানা যাবে আগামীকাল৷
২-০-তে এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ মুঠোয় বিরাট অ্যান্ড কোম্পানির৷ ইডেন-ম্যাচের আগে ক্রিকেটারদের জন্য তাই অপশনাল প্র্যাক্টিস রাখা হয়েছে৷
তৃতীয় একদিনের ম্যাচ খেলতে শহরে বিরাট-বাহিনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jan 2017 07:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -