প্রথম ভিডিওটিতে দেখা যাচ্ছে, ধোনি হোটেলের সিঁড়ি দিয়ে নামছেন, বোঝা যাচ্ছে, সাক্ষী নীচে দাঁড়িয়ে। সাক্ষী তাঁকে দেখেই হাই সুইটি বলে ডেকে উঠলেন। ধোনি যতক্ষণ রিসেপশনে কাগজপত্র সই করলেন, ততক্ষণ পিছন থেকে সাক্ষী টানা জ্বালাতন করে গেলেন তাঁকে। এমনকী এক হোটেল কর্মীকে ডেকে জিজ্ঞেস করলেন, ও কী ভীষণ কিউট, না? পরের ভিডিওটিতেও সাক্ষীকে ঠেকানো দায়। ধোনি তাঁর দিকে এগিয়ে আসছেন, মুখে অসহায় হাসি। আর সাক্ষী তাঁকে জিজ্ঞেস করছেন, তুমি লজ্জা পাচ্ছ নাকি? শেষমেষ সাক্ষীর হাসতে থাকা বন্ধুদের ডেকে ধোনি বললেন, ওকে বার করে দিতে পার তোমরা?
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ঋষভ পন্থ সঙ্গে সঙ্গে কমেন্ট করেন, হ্যালো কিউটি। সানিয়া মির্জা দেন হাসির ইমোজি। জাহির খানের স্ত্রী সাগরিকা ঘাটগে ও যুবরাজ সিংহের স্ত্রী হ্যাজেল কিচও হাসির ইমোজি দেন।