তবু, কালীপুজো ও দীপাবলিতে আতসবাজিকে পুরোপুরি বন্ধ করা যাবে কি না, তা নিয়ে ধন্দে সকলে। এই পরিস্থিতিতে এগিয়ে এলেন বিরাট কোহলি। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আর্জি জানালেন, বাজি পোড়াবেন না। পরিবেশকে বাঁচান। প্রদীপ জ্বালিয়ে ও মিষ্টিমুখ করে পরিবারের সঙ্গে দীপাবলি পালন করুন।
শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বিরাট। সেখানে তিনি বলেছেন, ‘আমার তরফ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে দীপাবলির শুভেচ্ছা। ঈশ্বর আপনাদের শান্তি, সমৃদ্ধি দিক। দয়া করে মনে রাখুন, বাজি পোড়াবেন না। পরিবেশকে রক্ষা করুন। একটা সাধারণ প্রদীপ জ্বালিয়ে ও মিষ্টিমুখ করে বাড়ির সদস্যদের সঙ্গে এই শুভ মুহূর্তটা উদযাপন করুন।’