নয়াদিল্লি: ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে অনেকেই কিংবদন্তী সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করেন। এবার অপর এক কিংবদন্তী ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর তুলনা করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক আলভিন কালীচরণ। তাঁর মতে, ভিভের মতোই বোলারদের প্রতি নির্মম বিরাট।


একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কালীচরণ বলেছেন, ‘আমি খেলোয়াড়দের তুলনা করতে চাই না। কিন্তু কোহলি ভিভের মতোই নির্মম। দু’জনের মানসিকতাই কঠিন। কোহলির মধ্যে সব ধরনের গুণই আছে। ও সফল অধিনায়ক, ব্যাটসম্যান হিসেবে অসাধারণ। সবসময় ওর মধ্যে রানের খিদে দেখা যায়। ওর ধারাবাহিকতা দুর্দান্ত।’

কালীচরণ আরও বলেছেন, ‘কোহলিকে দেখে খুব দৃঢ়প্রতিজ্ঞ মনে হয়। দৃঢ়প্রতিজ্ঞ মানে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। আমার মনে হয় কপিল দেব ছাড়া ভারত আর এরকম অধিনায়ক পায়নি। কপিল নিজে সিদ্ধান্ত নিত। ও দুর্দান্ত ক্রিকেটার ছিল। কোহলি অধিনায়কত্বের নতুন ধারা প্রচলন করেছে। ও সবসময় বলে, আমি পাঁচজন ব্যাটসম্যান বা পাঁচজন বোলার নিয়ে খেলব এবং সেই সিদ্ধান্তে অনড় থাকে।’