ইন্দোর: খেলা চলাকালে দলকে উত্সাহ যোগাতে গ্যালারিতে সমর্থকদের নানাভাবে বার্তা দিতে দেখা গিয়েছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। কোনও কারণে ক্ষুন্ন হলেও সমর্থকদের বুঝিয়ে দিতে কসুর করেন না তিনি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার একটি ম্যাচে স্টিভ স্মিথকে বিদ্রুপ করতে বারণ করেছিলেন কোহলি। তিনি ইঙ্গিতে স্মিথকে বিদ্রুপ না করে উত্সাহ যোগানোর কথা বলেছিলেন। ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট চলাকালেও দর্শকদের উদ্দেশে দলের এক সহ খেলোয়াড়কে উত্সাহ যোগানোর বার্তা দিলেন তিনি।
প্রথম দিনের চা-পানের বিরতির আগের ওভার করছিলেন মহম্মদ সামি। ওই সময় কোহলিকে সমর্থকদের তাঁর হয়ে নয়, সামির হয়ে গলা ফাটাতে বলতে দেখা গেল।
সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গিয়েছে যে, অধিনায়ক ইঙ্গিতে সমর্থকদের বলছেন, তাঁকে নয়, উত্সাহ দিতে হবে সামিকে।




আসলে দর্শকরা তখন 'কোহলি, কোহলি' বলেই চিত্কার করছিলেন। কোহলি তখন দর্শকদের সামিকে উত্সাহ যোগাতে বললেন। ভারতের এই পেসার বিরতির আগে দলকে জোড়া সাফল্য এনে দেন।
৫৪ তম ওভারের শেষ দুটি বলে সামি মুশফিকর রহিম ও মেহিদি হাসানকে ফিরিয়ে দেন।
India vs Bangladesh 2019,Mohammad Shami,virat kohli