এরইমধ্যে একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে, যেখানে দেখা গিয়েছে, সন্তানসম্ভমা স্ত্রীর প্রতি কতটা যত্নশীল কোহলি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ক্রিকেটের মাঠ থেকেই ইঙ্গিতে কোহলি অনুষ্কার কাছে জানতে চাইছেন, তিনি খেয়েছেন কিনা? ভিডিওতে লাল পোশাকে অনুষ্কাকে বেশ নজরকাড়া দেখিয়েছে।
উল্লেখ্য, বিরাট ও অনুষ্কার ঘরে আগামী জানুয়ারিতেই আসছে নতুন অতিথি। তাঁদের সন্তানের জন্ম জানুয়ারিতেই হবে বলে জানা গিয়েছে। গত ২৮ অগাস্ট এই তারকা দম্পতি জানিয়েছিলেন যে, তাঁদের ঘরে নতুন অতিথি আসছে। দুজনে একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে অনুষ্কার বেবি বাম্প দেখা গিয়েছিল।
কয়েকদিন আগেই সুইমিং পুলে কোহলি ও অনুষ্কার রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছিল। এই ছবি তুলেছিলেন আরসিবি-র তারকা খেলোয়াড় এবি ডিভিলিয়ার্স। পরে কোহলি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটে ছবি শেয়ার করেছিলেন।