ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হলেও, তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ-র পাশে দাঁড়ালেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘উইকেটের গতি পরিস্থিতি যত দ্রুত সম্ভব বুঝতে হবে। পৃথ্বী শ খোলা মনে ব্যাটিং করলে অত্যন্ত বিধ্বংসী হয়ে উঠতে পারে। ও যখন মনে করে বড় শট খেলতে পারে, তখন ওর খেলা বদলে যায়। ওর মানসিক অবস্থা খুব তাড়াতাড়ি বদলে যায়।’
ওয়েলিংটনে প্রথম ইনিংসে ১৬ এবং দ্বিতীয় ইনিংসে ১৪ রান করেন পৃথ্বী। এই ব্যর্থতার জন্য তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে বিরাট বলেছেন, ‘ওকে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। ও রান করা শুরু করলেই আত্মবিশ্বাস বাড়বে। ওর স্ট্রোক খেলা নিয়ে কোনও সমস্যা নেই। ও বড় রান করে। কীভাবে বড় রান করতে হয়, সেটা ও জানে।’
পৃথ্বী শ বিধ্বংসী হয়ে উঠতে পারে, ওকে সময় দিতে হবে, দ্বিতীয় টেস্টের আগে পাশে দাঁড়িয়ে বললেন বিরাট কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Feb 2020 10:47 PM (IST)
ওয়েলিংটনে প্রথম ইনিংসে ১৬ এবং দ্বিতীয় ইনিংসে ১৪ রান করেন পৃথ্বী।
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -