নয়াদিল্লি: ‘মন কি বাত’-এ ভারতীয় ক্রিকেট দলের প্রশংসা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিসিসিআই-ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।


রবিবার ভারতীয় ক্রিকেট দল এবং জুনিয়র ও মহিলা হকি দলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার জন্য রবিচন্দ্রন অশ্বিনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। করুণ নায়ার ও লোকেশ রাহুলেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সেই কারণেই তাঁকে ধন্যবাদ জানানো হল কোহলি ও বোর্ডের পক্ষ থেকে।