করাচি: অনর্গল ইংরেজিতে কথা বলতে বলতে কেউ যদি ভিক্ষে চায়, তাহলে আচমকা অবাক হওয়ারই কথা।

অবশ্য যদি পশ্চিমি দুনিয়া হয়, তাহলে অন্য কথা। কারণ, সেখানে ইংরেজিটাই কথ্য ভাষা। কিন্তু, তাই বলে যদি দেশটার নাম হয় পাকিস্তান? অবাক হলেন তো!

পাকিস্তানের রাস্তায় ভিক্ষে করা এমনই এক ভিখারীকে নিয়ে এখন নেট দুনিয়া তোলপাড়। হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছেয়ে গিয়েছেন এই ব্যক্তি।

সহায়-সম্বলহীন বছর ৫৭-এর এই শিক্ষিত ভিখারী লাহৌরের বাসিন্দা। নিজের জীবনের ঘটনাও একেবারে চোস্ত ইংরেজিতে শোনালেন। জানালেন, এক বড় দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানদের হারিয়েছেন।

তারপর কী হল.... ? দেখুন ভিডিও।

[embed]