একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ৮ হাজার রানের রেকর্ড গড়লেন বিরাট
Web Desk, ABP Ananda | 15 Jun 2017 11:37 PM (IST)
বার্মিংহাম: চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সেমি-ফাইনালে ব্যাটে-বলে অসাদারণ পারফরম্যান্স দেখিয়েছে ভারত। রোহিত শর্মা অপরাজিত ১২৩ এবং অধিনায়ক বিরাট কোহলি ৭৮ বলে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। শিখর ধবন করেন ৪৬ রান। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে একটি রেকর্ড গড়লেন বিরাট। তিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম ৮,০০০ রান করে ফেললেন। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের দখলে। তিনি ১৮২ ইনিংসে ৮,০০০ রান করেছিলেন। বিরাট ১৭৫ ইনিংসেই ৮,০০০ রান করেছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ২০০ ইনিংসে ৮,০০০ রান করেছিলেন। এক্ষেত্রে সচিন তেন্ডুলকর ২১০ ইনিংস নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা ২১১ ইনিংসে ৮,০০০ রান করেছিলেন।