সচিনকে টপকে নয়া রেকর্ড ‘চেজ মাস্টার’ কোহলির
প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া শতরান করার কৃতিত্বও অর্জন করলেন কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচতুর্থ স্থানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তাঁরও শতরানের সংখ্যা ১১।
তালিকায় তৃতীয় স্থানে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশন। ১১৬ ইনিংসে তাঁর সেঞ্চুরি ১১ টি।
সবচেয়ে বড় কথা কোহলি ১০২ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন। সেখানে সচিনের লেগেছে ২৩২ টি ইনিংস।
একদিনের ক্রিকেটে রান তাড়া করতে নেমে সেঞ্চুরি সংখ্যায় সচিনকে টপকে গেলেন কোহলি। রান তাড়া করতে নেমে এ পর্যন্ত কোহলি ১৮ টি শতরান করলেন। সচিন করেছেন ১৭ টি।
গতকাল জামাইকার সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে জিতেছে ভারত। সেইসঙ্গে সিরিজও জিতেছে টিম কোহলি। অধিনায়ক কোহলির শতরানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। দলকে জেতানোর পাশাপাশি কোহলি ভাঙলেন সচিনের রেকর্ড।
চেজ মাস্টার বিরাট কোহলি টপকে গেলেন কিংবদন্তী প্রাক্তন ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকে। ভারতের রান মেশিন কোহলি রান তাড়া করার ক্ষেত্রে দারুন সফল। এজন্য তাঁকে চেজ মাস্টার বলা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -