মুম্বই: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Test Championship Final) হারের পর থেকে তাঁকেও সমালোচনায় বিদ্ধ হতে চলেছে। দ্বিতীয় ইনিংসে যেভাবে অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ক্যাচ আউট হয়েছেন, তা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ট্রোলও হতে হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। খেলার মাঝে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে গিয়ে কোহলির খাওয়ার খাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই নিন্দুকেরা মুখ খুলেছেন। এবার সোশ্য়াল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিরাট। নিজের ওয়ার্কআউটের ভিডিও পোস্ট করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানেই ক্যাপশনে তিনি লিখেছেন, ''অজুহাতের খোঁজ করুন, বা ভাল কিছু দেখুন।'' অর্থাৎ নিন্দুকজের উদ্দেশ্যেই যে এই বার্তা তা বুঝতে অপেক্ষা রাখে না। সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে, তার জন্য়ই চূড়়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত এই মুহূর্তে বিরাট। 


 






কোহলির পোস্ট


কিছুদিন আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে একটি ছবি শেয়ার করেন তাতে অ্যালান ওয়াটসের এক উক্তি রয়েছে। তাতে লেখা, ''পরিবর্তন মানে বুঝতে হলে, তাতে অংশগ্রণ করতে হবে। পরিবর্তনের সঙ্গে এগিয়ে যেতে হবে, তার অংশ হতে হবে।'' বিগত এক দশক ধরে ভারতীয় দল কোনও আইসিসি খেতাব জেতেনি। একাধিকবার আইসিসির নক আউটে পৌঁছেও খালি হাতেই ফিরতে হয়েছে ভারতকে। এই নিয়ে নাগাড়ে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারল ভারত। তারপর কোহলির হতাশ হওয়াটাও স্বাভাবিক। নিজেকে উজ্জীবিত করতেই সম্ভবত বিরাট এই লাইনগুলি শেয়ার করছেন বলে মনে করছেন অনেকে।


উল্লেখ্য,  ব্যস্ত শিডিউল সরিয়ে আপাতত বিরতিতে ভারতীয় ক্রিকেট দল। ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে সকলেই হালকা মেজাজে। কিছুদিন আগেই, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখা যায় স্ত্রী রীতিকার সঙ্গে সময় কাটাতে। এবার তারকা ব্যাটার বিরাট কোহলি ও তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) দেখা গেল লন্ডনের কৃষ্ণ দাসের কীর্তনে।


 ব্যস্ত শিডিউল সরিয়ে আপাতত বিরতিতে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে সকলেই হালকা মেজাজে। কিছুদিন আগেই, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখা যায় স্ত্রী রীতিকার সঙ্গে সময় কাটাতে। এবার তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) দেখা গেল লন্ডনের কৃষ্ণ দাসের কীর্তনে (Krishna Das Kirtan show in London)।