নয়াদিল্লি : কার্যত বোমা ফাটালেন অমিত মিশ্র। বিরাট কোহলিকে ১৪ বছর বয়স থেকে চেনা সত্ত্বেও, তাঁর সঙ্গে কার্যত কোনও যোগাযোগ নেই এবং ভারতের অধিনায়ক হওয়ার পর থেকে বিরাটের ব্যক্তিত্বে বিশাল পরিবর্তন আসে বলে দাবি করলেন বর্ষীয়ান ভারতীয় স্পিনার। শুধু তা-ই নয়, বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর তুলনাও টানলেন। উভয়ের ব্যক্তিত্বের তুলনা করলেন। রোহিত শর্মার সঙ্গে প্রথম যেদিন তাঁর দেখা হয়েছিল সেই সময় যেমন ছিলেন, এখনও তেমনই আছেন বলে মন্তব্য করেন অমিত। এমনকী তিনি এই দাবিও করলেন যে, ভারতীয় দলে কোহলির খুব অল্প সংখ্যকই বন্ধু আছে।


শুভঙ্কর মিশ্রর ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অমিত মিশ্র বলেন, "মিথ্যা কথা বলব না। ক্রিকেটার হিসাবে ওঁকে আমি প্রচুর শ্রদ্ধা করি। কিন্তু, ওঁর সঙ্গে আগে যে সমীকরণ ছিল, এখন আর তা নেই। কেন বিরাটের কম বন্ধু ? ওঁর এবং রোহিতের স্বভাব একেবারে ভিন্ন। রোহিতের সবথেকে ভাল গুণ কী তা আমি বলছি। যখন ওঁর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল এবং আজ যখন ওঁর সঙ্গে দেখা করি, একই রকম মানুষ আছেন। কাজেই, ওঁর সঙ্গে সম্পর্ক ভাল হবে নাকি এমন একজনের সঙ্গে যিনি পরিস্থিতি অনুযায়ী পাল্টে যান তাঁর সঙ্গে ?" 


তাঁর সংযোজন, 'আমি বহু বছর ভারতীয় দলে নেই। তবুও আজও যখন রোহিতের সঙ্গে আইপিএল বা অন্য কোনও ইভেন্টে দেখা হয়, ও সবসময় মজা করে। ও কী ভাববে আমাকে কখনো তা ভাবতে হয় না। আমরা একে অপরের সঙ্গে মজা করি। ও এখন শীর্ষে আছে, তবুও ওর সঙ্গে সেই বন্ধুত্ব আছে। ও অধিনায়ক, বিশ্বকাপ এবং পাঁচবার আইপিএল জিতেছে।'


মিশ্রর বক্তব্য, কিশোর কোহলি যেমনটা ছিলেন এবং ভারতের অধিনায়ক হওয়ার পর যেমনটা হয়ে ওঠেন, তাতে অনেক পার্থক্য। যদিও কোহলি এখনও তাঁকে সম্মান করেন। কিন্তু, সম্পর্কটা সেরকম নেই। অমিতের কথায়, 'বিরাটকে অনেক পাল্টে যেতে দেখেছি। আমাদের প্রায় কথা বন্ধই হয়ে গিয়েছে। যখন আপনি খ্যাতি এবং ক্ষমতা পাবেন, তখন মনে হবে কেউ কোনও উদ্দেশে আপনার কাছে আসছে। আমি কখনোই সেরকম ছিলাম না। চিকুকে ১৪ বছর বয়স থেকে চিনি। যখন ও সিঙ্গাড়া খেত। যখন প্রতি রাতে ওর পিৎজার প্রয়োজন পড়ত। কিন্তু যে চিকুকে আমি চিনতাম এবং অধিনায়ক বিরাট কোহলির বিশাল পার্থক্য। যখনই দেখা হয় খুবই শ্রদ্ধাশীল থাকে, কিন্তু সেই একইরকম নেই।'