দুবাই: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই এশিয়া কাপে (Asia Cup 2022) মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে। তবে ম্যাচের আগেই মাঠে সাক্ষাৎ হল দুই দলের ক্রিকেটারদের। সেখানেই বিরাট কোহলির (Virat Kohli) উদ্দেশে পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদি (Shaheen Afridi), যা বললেন, তা শুনলে রীতিমতো চমকে যেতে হয়।


বিরাট-শাহিন সাক্ষাৎ


ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, ২৫ অগাস্ট। আইসিসি অ্যাকডেমির মাঠে ভারত ও পাকিস্তান দুই দলই নিজেদের অনুশীলন সারে। পাকিস্তান বিকেল ৪টের দিকে দুই ঘণ্টা অনুশীলন সারে, তো ভারতীয় দলের তারকারা সন্ধ্যা বেলার দিকে অনুশীলনে নামেন। অবশ্য পাকিস্তান দল মাঠ ছাড়ার আগেই ভারতীয় দল মাঠে প্রবেশ করে এবং সেখানেই দুই দলের তারকাদের একে অপরের সঙ্গে সাক্ষাৎকার হয়। শাহিন আফ্রিদি চোটের কারণে এশিয়া কাপে খেলতে না পারলেও, তিনি পাকিস্তান দলের সঙ্গেই রয়েছেন। নিজের পুনর্বাসন প্রক্রিয়া সারছেন শাহিন। তাই মাঠেই ছিলেন পাকিস্তানের তারকা বোলার।


বিরাট কোহলি শাহিনকে দেখেই তাঁর দিকে এগিয়ে আসেন। শাহিনও উঠে গিয়ে বিরাটের সঙ্গে প্রথমে করমর্দন করেন এবং পরে তাঁদের দুইজনকে কথা বলতেও দেখা যায়। প্রথমেই বিরাট শাহিনের চোটের বিষয়ে জানতে চান। শাহিন তাঁর জবাব দেওয়ার পরেই কথোপকথনের শেষে বিরাটের উদ্দেশে বলেন, 'আপনার জন্য প্রার্থনা করছি, যাতে আপনি আবার ফর্মে ফিরতে পারেন।' দুইদিন পরেই যে বিরাট তাঁর দলের বিরুদ্ধে খেলতে নামবেন, তাঁর ফর্মের ফেরার জন্য কামনা করার কথা বলে শাহিন প্রমাণ করে দিলেন, দুই দেশের ক্রিকেটারদের মধ্যে একে অপরের প্রতি ঠিক কতটা সম্মান রয়েছে। 


 






খোশগল্পে মাতলেন খেলোয়াড়রা


শাহিন এছাড়াও ঋষভ পন্ত, কেএল রাহুলের সঙ্গে দেখা করে অল্পস্বল্প বার্তালাপ করেন। অপরদিকে, কোহলিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। এছাড়া পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা মহম্মদ ইউসুফের সঙ্গেও কোহলি খানিকটা সময় কাটান। এই দৃশ্যগুলি প্রমাণ করে দেয়, ম্যাচের চাপ যতই থাকুক, দুই দলের ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কতটা ভাল এবং তারা একে অপরকে কতটা সম্মান করেন।


আরও পড়ুন: মহারণের আগে পাক কোচের সঙ্গে আড্ডা কোহলির, ভাইরাল ভিডিও