নয়াদিল্লি : কলকাতার ২টি সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ( Fake University )  ঘোষণা করল ইউজিসি ( University Grant Commission ) । ইউজিসি জানিয়েছে, ওই সংস্থাগুলি পড়ুয়াদের ডিগ্রি দিতে পারবে না । 



ওই ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের  ( Educational Institutions ) মধ্যে রয়েছে কলকাতার



  • চৌরঙ্গির ইন্ডিয়ান ইনস্টিউট অফ অল্টারনেটিভ মেডিসিন

  • রয়েছে ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ
    এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির অনুমোদনও নেই, দাবি ইউজিসি-র । 

    এছাড়াও আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়কে এই তালিকায় রেখেছে ইউজিসি। বৃহস্পতিবার, ইউজিসি ২১ টি ভুয়ো  বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা জারি করে।  ৯ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি। সব থেকে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে দিল্লিতে।  দিল্লি স্থিত ৮ বিশ্ববিদ্যালয় ,  উত্তরপ্রদেশের ৪ বিশ্ববিদ্যালয় রয়েছে তালিকায়।  অন্ধ্র প্রদেশের - ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি রয়েছে তালিকায়। 

  • নকল বিশ্ববিদ্যালয়গুলির সম্পূর্ণ তালিকা নীচে দেওয়া হল

  • দিল্লি
    1. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস (AIIPPHS),
    2. কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড
    3. ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি
    4. ভোকেশনাল বিশ্ববিদ্যালয়, দিল্লি
    5. ADR- সেন্ট্রিক বিচারিক বিশ্ববিদ্যালয়
    6. ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নতুন দিল্লি
    7. বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি
    8. আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়


  • কর্ণাটক
    9. বদগনভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি

  • কেরালা
    10. সেন্ট জন ইউনিভার্সিটি, কিষানাত্তম।

  • মহারাষ্ট্র
    11. আই এল. রাজা আরবি বিশ্ববিদ্যালয়, নাগপুর

  • পশ্চিমবঙ্গ
    12. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন
    13. ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ

  • উত্তরপ্রদেশ
    14. গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, ইলাহাবাদ
    15. ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর
    16. নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয়
    17. শিক্ষা পরিষদ, ভারত ভবন, লখনউ, উত্তরপ্রদেশ।

  • ওড়িশা
    18. নবভারত শিক্ষা পরিষদ, অনুপূর্ণা ভবন
    19. উত্তর উড়িষ্যা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    20. শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন

  • অন্ধ্রপ্রদেশ 
    21. ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি



                                                                                     


Education Loan Information:

Calculate Education Loan EMI