ধর্মশালা: মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে করা ট্যুইট প্রসঙ্গে নিজের বক্তব্য স্পষ্ট করলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এ বিষয়ে প্রশ্নের জবাবে ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘আমি কিছু ভেবে ওই ট্যুইট করিনি। বাড়িতে বসেছিলাম, ওই ছবিটা খুঁজে পেয়ে পোস্ট করি। সেটাই খবর হয়ে গেল। আমি শিক্ষা পেলাম। আমি বুঝতে পারলাম, আমার ভাবনার সঙ্গে অন্যদের ভাবনার মিল নেই। সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করার সময় ভাবতেই পারিনি, ধোনির অবসর নিয়ে জল্পনা তৈরি হবে।’

বৃহস্পতিবার সকালে ট্যুইটারে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একটি ম্যাচে ধোনির সঙ্গে তাঁর ছবি দিয়ে বিরাট লেখেন, ‘আমি এই ম্যাচের কথা ভুলতে পারব না। সেটা বিশেষ রাত ছিল। এই ব্যক্তি আমাকে ফিটনেস টেস্টের মতো দৌড় করিয়েছিল।’

এই ট্যুইটের পরেই ক্রিকেটমহলে জল্পনা শুরু হয়ে যায়, ধোনি অবসর নেবেন বলেই তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন বিরাট। যদিও প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ ও ধোনির স্ত্রী সাক্ষী অবসরের জল্পনা উড়িয়ে দেন। আজ বিরাটও ট্যুইটের ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, ‘ওই ম্যাচটার কথা আমার সবসময় মনে পড়ে। আমি কোনওদিন সেই ম্যাচের বিষয়ে কিছু বলিনি। সেই কারণেই পোস্ট করার কথা ভেবেছিলাম। লোকজন সেটার অন্য ব্যাখ্যা করেছে। সেটা একটুও সত্যি নয়।’