দেখুন! শ্রীলঙ্কার ক্যান্ডিতে জাতীয় পতাকা তুললেন কোহলি ও তাঁর সঙ্গীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Aug 2017 12:11 PM (IST)
নয়াদিল্লি: তাঁরা এখন শ্রীলঙ্কায়। ৩ টেস্টের সিরিজে গতকালই শ্রীলঙ্কা টিমকে ৩-০ হোয়াইটওয়াশ করেছেন। দেশের বাইরে ক্যান্ডিতেই জাতীয় পতাকা তুললেন বিরাট কোহলি সহ ভারতীয় ক্রিকেটাররা। পতাকা তুললেন অধিনায়ক কোহলি। ছিলেন কোচ রবি শাস্ত্রী সহ গোটা ভারতীয় দল। সাপোর্ট স্টাফরা ছিলেন, ছিলেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও। বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ভিডিওটি।