সাউদাম্পটন: বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে চাপ কাটাতে সাউদাম্পটনে পেইন্টবল খেলতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। হাল্কা মেজাজে দেখা যায় বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিংহ ধোনি, শিখর ধবন, কে এল রাহুল, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাডেজা, দীপক চাহারদের। ট্যুইটারে সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করেন বিরাট।



ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা পেইন্টবল উপভোগ করলেও, ক্রিকেটপ্রেমীরা অনুশীলন না করার সিদ্ধান্তে ক্ষুব্ধ। তাঁদের অনেকেরই দাবি, অনুশীলন না করে এভাবে ঘুরে বেড়ালে ভারতীয় দলের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব হবে না।