নটিংহ্য়াম: টোকিও অলিম্পিক্সে পদকজয়ী ও অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই মুহূর্তে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন বিরাট। কিন্তু ম্যাচের ফাঁকেই চোখ রাখছিলেন টোকিওয় ভারতের ইভেন্টের দিকেও। 


নিজের ট্যুইটারে একটি পোস্ট করেছেন বিরাট। সেখানে এবারের অলিম্পিক্সে ভারতের ৭ পদকজয়ীর ছবি পোস্ট করেছেন তিনি। নীরজ, সিন্ধু, চানু, বজরং, লভলিনা, রবির সঙ্গে ভারতীয় হকি দলের একটি ছবি কোলাজ করে পোস্ট করেছেন বিরাট। সেখানে তিনি লিখেছেন, 'টোকিও অলিম্পিক্সে পদকজয়ী ও অংশগ্রহণকারী সব অ্যাথলিটদের আমার তরফ থেকে শুভেচ্ছা। খেলায় হারজিত থাকেই। কিন্তু আসল কথা হল তুমি তোমার সেরাটা দেশের জন্য দিচ্ছ কিনা। আমরা সবাই তোমাদের জন্য ভীষণ ভীষণ গর্বিত। আর আমি আশাবাদী আগামীতেও দারুণ পারফর্ম করবে তোমরা। জয় হিন্দ।'



ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হয়েছে। রবিবার প্রথম টেস্টের শেষ দিনে বৃষ্টির জন্য খেলাই শুরু করা যায়নি। হাতে ৯ উইকেট, জয়ের জন্য সারাদিনে দরকার মাত্র ১৫৭ রান। বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতার জন্য এরকম সুযোগ বারবার আসে না। ভারতীয় দলের সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু বৃষ্টিতে সেই সুযোগ হাতছাড়া হল। বৃষ্টির জন্য ট্রেন্ট ব্রিজে ম্যাচের শেষ দিন একটি বলও করা গেল না। ফলে ম্যাচ ড্র হয়ে গেল।


জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের দরকার ছিল ২০৯ রান। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ছিল এক উইকেটে ৫২। ২৬ রান করে আউট হয়ে যান কে এল রাহুল। দিনের শেষে ক্রিজে ছিলেন রোহিত শর্মা (১২ অপরাজিত) ও চেতেশ্বর পূজারা (১২ অপরাজিত)। ভারতের সমর্থকদের আশা ছিল, শেষ দিন সহজেই জয় আসবে। কিন্তু প্রকৃতি সহায় না থাকায় সেই আশা পূরণ হল না। ২২ গজে ইংল্যান্ডের মাটিতে বিরাটদের জয়ের মুহূর্ত উদযাপন না করতে পারলেও অলিম্পিক্সের সৌজন্যে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে গত ২ সপ্তাহ ছিল বেশ আনন্দের।