গতকাল দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন অমিতাভ। অন্যদিকে, সুইৎজারল্যান্ডে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটাচ্ছেন বিরাট। সেখান থেকেই তিনি ট্যুইট করে অমিতাভকে অভিনন্দন জানিয়েছেন। দেশে ফিরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবেন বিরাট। এই সিরিজ শুরু হচ্ছে ৫ জানুয়ারি থেকে। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। আপনি এখনও অনুপ্রেরণা জোগাচ্ছেন, দাদাসাহেব ফালকে পাওয়ায় অমিতাভকে অভিনন্দন বিরাটের
Web Desk, ABP Ananda | 30 Dec 2019 04:14 PM (IST)
গতকাল দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন অমিতাভ।
নয়াদিল্লি: ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় অমিতাভ বচ্চনকে অভিনন্দন জানালেন বিরাট কোহলি। আজ ট্যুইট করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেছেন, ‘মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় অমিতাভ বচ্চনজিকে অভিনন্দন। ভারতীয় চলচ্চিত্রে অবদানের মাধ্যমে আপনি এখনও অনেকের কাছেই অনুপ্রেরণা।’