নয়াদিল্লি: উইজডেনের এই দশকের টি-২০ একাদশ ঘোষিত। এই দলে ভারত থেকে আছেন শুধু বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ। অধিনায়ক নির্বাচিত হয়েছেন অ্যারন ফিঞ্চ। এই দলের বাকি সদস্যরা হলেন কলিন মুনরো, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জোস বাটলার, মহম্মদ নবি, ডেভিড উইলি, রশিদ খান ও লসিথ মালিঙ্গা। মহেন্দ্র সিংহ ধোনি বা রোহিত শর্মার মতো আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দুর্দান্ত সাফল্য পাওয়া ক্রিকেটারদের এই দলে না থাকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
বিরাট সম্পর্কে উইজডেন বলেছে, ‘ঘরোয়া টি-২০ ম্যাচে বিরাট কোহলির রেকর্ড ভাল নয়, কিন্তু আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ক্ষেত্রে সেটা বলা যাবে না। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৫৩, যা এই দশকের সেরা। ধারাবাহিকতার জন্য তাঁর স্ট্রাইক রেট সামান্য কমলেও, তিনি দ্রুতগতিতেই রান করে চলেছেন। তিনি পেস ও স্পিনের বিরুদ্ধে সাবলীল। দ্রুতগতিতে ছুটে রানও নিতে পারেন তিনি। তিন নম্বরে তিনি আদর্শ ব্যাটসম্যান। শুরুতে উইকেট পড়ে গেলে তিনি ব্যাট করতে নেমে পাল্টা লড়াইয়ের মাধ্যমে ইনিংসকে স্থিতিশীল করতে পারেন এবং পরবর্তীকালে দ্রুতগতিতে রান তোলেন। বড় পার্টনারশিপ গড়ে তোলার রেকর্ডও রয়েছে তাঁর। সেই কারণেই তাঁকে দশকের সেরা টি-২০ একাদশে রাখা হয়েছে।’
বুমরাহ সম্পর্কে উইজডেন বলেছে, ‘বুমরাহর ইকনমি রেট ৬.৭১, যা পেস বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা। তাঁর আগে আছেন শুধু ডেল স্টেইন। বুমরাহ বেশিরভাগ সময়ই শেষের ওভারগুলিতে বোলিং করেছেন। ফলে তাঁর পরিসংখ্যান আরও প্রশংসনীয়। শেষের ওভারগুলিতে তাঁর ইকনমি রেট ৭.২৭। পেস বোলারদের মধ্যে এই ইকনমি রেটই সেরা। দশকের সেরা টি-২০ একাদশের হয়ে শেষদিকে তিন ওভার বোলিং করতে পারেন বুমরাহ।’
উইজডেনের এই দশকের টি-২০ একাদশে ভারত থেকে শুধু বিরাট ও বুমরাহ, অধিনায়ক ফিঞ্চ
Web Desk, ABP Ananda
Updated at:
30 Dec 2019 01:50 PM (IST)
মহেন্দ্র সিংহ ধোনি বা রোহিত শর্মার মতো আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দুর্দান্ত সাফল্য পাওয়া ক্রিকেটারদের এই দলে না থাকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -