নয়াদিল্লি: ঘরের মাঠে স্পিনারদের সহায়ক উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন হরভজন সিংহ। একটা সময় ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য এই স্পিনার এখন জাতীয় টেস্ট দলের বাইরে। অন্যদিকে রবিচন্দ্রণ অশ্বিন জাতীয় দলের হয়ে ভেল্কি দেখাচ্ছেন। এমন একটা সময় ভাজ্জি কি অশ্বিনের কৃতিত্বকে খাটো করতে চাইছেন? সোশ্যাল মিডিয়ায় ভাজ্জির ট্যুইট ঘিরে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকেই।
রবিচন্দ্রণ অশ্বিন যেভাবে বোলিং করছেন তা বিশ্বক্রিকেট মহলের সমীহ আদায় করে নিয়েছে। এরইমধ্যে আইসিসি ক্রম তালিকায় ফের এক নম্বরে উঠে এসেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচে ২৭ উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন এই অফস্পিনার। তাঁর স্টাইক রেট ৪৯.৪ শতাংশ (অর্থাত্ প্রতিটি উইকেটের জন্য বলের সংখ্যা। সেখানে হরভজনের স্ট্রাইক রেট ৬৮.৫ শতাংশ।
টার্বুনেটর সম্প্রতি ট্যুইট করেছেন যে, গত চার বছর দক্ষতা নয়, স্পিনারদের জন্য তৈরি করা পিচ ভারতীয় স্পিনারদের সাহায্য করেছে।
ভাজ্জির এই অভিমতের সঙ্গে আদৌ সহমত নন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, পিচ যে রকম হোক, বোলারকে তো আগে বল টার্ন করাটা জানতে হবে।
উল্লেখ্যস বিগত কয়েক বছর পারফরম্যান্সের নিরিখে ভাজ্জিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন অশ্বিন। তামিলনাড়ুর ৩০ বছরের এই অফস্পিনার দলের সাফল্যের ক্ষেত্রে দারুন অবদান রেখেছেন। শুধু বোলিং দক্ষতাই নয়, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও অনেক ম্যাচের ভোল বদলে দিয়েছেন অশ্বিন।
সদ্যসমাপ্ত ইন্দওর টেস্টে দুই ইনিংসে ১৪০ রান দিয়ে ১৩ উইকেট নিয়েছেন অশ্বিন। টেস্টে এটাই তাঁর এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স। অশ্বিনের টেস্টে মোট উইকেট সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে।
উইকেট সংখ্যায় ভাজ্জি এখনও অশ্বিনের থেকে এগিয়ে রয়েছেন। ১০৩ টেস্টে হরভজনের সংগ্রহ ৪১৭ উইকেট। কিন্তু ভাজ্জি বলেছেন, এ ধরনের পিচে বোলিং করতে পারলে তাঁর অনিল কুম্বলের উইকেট সংখ্যা অন্যরকম হতে পারত। তাঁর এই মন্তব্য অনেককেই বিস্মিত করেছে।
বিস্মিতদের মধ্যে একজন কোহলি। মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোহলি জানতে চান, এ কথা কে বলেছেন?
উত্তরে ভাজ্জি শুনে কোহলি আর কোনও মন্তব্য করেননি।
উল্লেখ্য, ভাজ্জি মাত্র একটা সিরিজেই ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার ছিলেন। ২০০০-০১ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সময় কেউ ভাজ্জির দক্ষতা সম্পর্কে কোনও প্রশ্ন তুলেছিলেন বলে জানা নেই।
ভাজ্জি এখনও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন। অশ্বিন যেভাবে ধারাবাহিক পারফরম্যান্স করছেন তাতে টেস্ট ক্রিকেটে ভাজ্জির প্রত্যাবর্তন কার্যত অসম্ভব। অধিনায়ক কোহলি ও কোচ অনিল কুম্বলের সম্পূর্ণ সমর্থন রয়েছেন অশ্বিনের দিকেই।
কোহলি বলেছেন, পিচ পেলেই তো শুধু চলবে না। বল ঘোরাতেও জানতে হবে। টি-২০ বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছেই হেরে গিয়েছিল ভারত। এমনটা নয় যে, কিউই স্পিনাররা হঠাত্ করেই ভালো বল করতে শুরু করে দিয়েছিলেন। সেই একই স্পিনাররাই এখনও খেলছেন। তাহলে, তাঁরা উইকেট নিতে কেন পারছেন না? আমাদের পেসাররাও উইকেট নিয়েছেন। আমরা কোনও কিছুর জন্যই কখনও অভিযোগ করিনি। আর কাউকে সিমেন্ট ট্রাকে ব্যাটিং করতে দিলেও তার রান করার মানসিকতা থাকতে হবে।
খেলোয়াড়কে কৃতিত্ব দেওয়া খেলোয়াড়োচিত আচরণ। ঘরের মাঠে অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে সাফল্য পাচ্ছেন দেশের তরুণ ক্রিকেটাররা। এমন পিচেই তো একাধিকবার সাফল্য পেয়েছিলেন ভাজ্জি। তাই পিচের সমালোচনা করে ভাজ্জি কার্যত আক্রমণটা ‘বিলো দ্য বেল্ট’ করে ফেললেন বলে অনেকেই মনে করছেন।
হরভজন ঈর্ষাণ্বিত, এমন ভাবাটাও কল্পনাতীত।
'ঈর্ষাণ্বিত’!অশ্বিনের সাফল্য নিয়ে ভাজ্জির মন্তব্য ঘিরে জল্পনা
ABP Ananda, web desk
Updated at:
14 Oct 2016 02:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -