লন্ডন: জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে তাঁর ব্যাট হাতে লড়াই বিশ্ব ক্রিকেটের অন্য়তম চিত্তাকর্ষক দৃশ্য। ২০১৪ সালের ইংল্যান্ড সফরে অ্যান্ডারসনের বিষাক্ত স্যুইংয়ের কোনও জবাব খুঁজে পাননি বিরাট কোহলি। ভারতও সিরিজ হেরেছিল। তবে চার বছর পর, ২০১৮ সালে অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রডদের বিরুদ্ধে ব্যাট হাতে সফল হয়েছিলেন কোহলি। দেশকে ঐতিহাসিক সিরিজ জিতিয়ে ফিরেছিলেন।


এবার কী হবে? অ্যান্ডারসন-ব্রডদের সামলাবেন কী করে? বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগের দিন জুম কলে ভারত অধিনায়ক বেশ নির্লিপ্তভাবে বললেন, 'ব্যাট হাতে।' বিরাটের গলার প্রত্যয় আর কঠিন চোয়াল বুঝিয়ে দিল, ইংরেজ পেস ফলার বিরুদ্ধে মাঠে নামার জন্য কীরকম মুখিয়ে রয়েছেন তিনি।


কিন্তু ব্রড-অ্যান্ডারসন তো বরাবর কঠিন প্রশ্নপত্র সাজিয়ে দিয়েছে ভারতের সামনে? কীভাবে জবাব দেবেন? পাল্টা প্রশ্ন করে? বিরাট শান্ত গলায় বললেন, 'প্রশ্নের জবাব তৈরি তো করতেই হয়। উত্তর তৈরি না করলে পরীক্ষায় উতরে দেওয়া যায় না। উত্তর রপ্ত করতে না পারলে প্রশ্নপত্র আরও কঠিন হয়ে যায়। আমরাও প্রশ্নের উত্তর দিয়েই ওদের মোকাবিলা করব।'


শুভমন গিল চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। ময়ঙ্ক অগ্রবাল ম্যাচের দুদিন আগে নেটে মহম্মদ সিরাজের বাউন্সারে চোট পেয়ে প্রথম ম্যাচে নেই। জরুরি পরিস্থিতিতে পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবারই তাঁরা রওনা হয়ে গিয়েছেন। তবে প্রথম ম্যাচে তাঁদের নামার কোনও সম্ভাবনা নেই। দুজনকেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রথম টেস্টে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন কে? ইদানীং ম্যাচের আগের দিন প্রথম একাদশ ঘোষণা করে দেয় ভারত। তবে জো রুটদের বিরুদ্ধে নামার আগে সেই নিয়মের ব্যতিক্রম ঘটছে। কোহলি বলছেন, 'কাল সকালে প্রথম একাদশ ঘোষণা করব। তখনই জানতে পারবেন।'


চোটের জন্য হার্দিক পাণ্ড্য বেশ কিছুদিন টেস্ট দলের বাইরে। তাঁর পরিবর্তে পেসার-অলরাউন্ডার হিসাবে শার্দুল ঠাকুরের ওপর নজর রাখার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ভারত অধিনায়ক।