এর আগে অনুষ্কার সঙ্গে ভুটানে বেড়াতে গিয়েছিলেন বিরাট। সেখানেই তিনি ৩১-তম জন্মদিন কাটান। এবার তাঁরা আরও একটি পাহাড়ি অঞ্চলে গেলেন।
ছুটি কাটিয়ে ফিরেই অবশ্য ভারতীয় দলের হয়ে টানা খেলতে হবে বিরাটকে। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। ঘরের মাঠে এই দু’টি সিরিজের পর নিউজিল্যান্ড সফরে যাবেন বিরাটরা।