নয়াদিল্লি: স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বরফে মোড়া পাহাড়ে ছুটি কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন তিনি। অবশ্য কোথায় তাঁরা রয়েছেন, সে কথা জানাননি। যদিও ছবি দেখে মনে হচ্ছে তাঁরা সুইৎজারল্যান্ডে গিয়েছেন।

এর আগে অনুষ্কার সঙ্গে ভুটানে বেড়াতে গিয়েছিলেন বিরাট। সেখানেই তিনি ৩১-তম জন্মদিন কাটান। এবার তাঁরা আরও একটি পাহাড়ি অঞ্চলে গেলেন।



ছুটি কাটিয়ে ফিরেই অবশ্য ভারতীয় দলের হয়ে টানা খেলতে হবে বিরাটকে। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। ঘরের মাঠে এই দু’টি সিরিজের পর নিউজিল্যান্ড সফরে যাবেন বিরাটরা।